সমাস কাকে বলে? কত প্রকার ও কি কি?

সমাস মানে হলো মিলন, সংক্ষেপণ, একত্রীকরণ, বহু পদকে একপদে রূপান্তর। এক বা একের অধিক পদের মিলনে কিংবা একসাথে যুক্ত হয়ে নতুন একটি অর্থবোধক শব্দ তৈরী করবে এই প্রক্রিয়া বা কাজটাকেই সমাস বলে।
যেমন-

[১] মৌ বা মধু সংগ্রহ করে যে মাছি = মৌমাছি
[2] ডাক বহন করে যে গাড়ি = ডাকগাড়ি
উপরের দুটি বাক্যে [ মৌ সংগ্রহ করে যে মাছি ] বাক্যে অনেক গুলো পদ আছে।
যেমন- [মৌ, সংগ্রহ, করে, যে, মাছি ]  প্রত্যেকেই আলাদা আলাদা একেকটি পদ।
পদ বলতে আমরা বুঝি, বাক্যে ব্যবহার হয় এমন সকল শব্দকেই পদ বলে। তাহলে এই পদ গুলো মিলে বা একত্রে [মৌমাছি ] নামক একটি শব্দ সৃষ্টি হয়েছে। আর এই  সৃষ্টি হওয়ার প্রক্রিয়ার নামই সমাস। আশা করি সমাস ব্যাপার টা বুঝতে পারছো।

Table of Contents

সমাস জানতে হলে এর সাথে সম্পর্কিত ৫টি বিষয় সম্পর্কে জানতে হবে আগে

[ ১] সমস্তপদ বা সমাসবদ্ধ পদ

এক বা একের অধিক পদ মিলে বা একত্রে যে একটি পদের সৃষ্টি হয় তাকেই সমস্তপদ বলে।
যেমন : মৌ সংগ্রহ করে যে মাছি = মৌমাছি
[মৌমাছি] নামক নতুন পদটিই হলো সমস্তপদ বা সমাসবদ্ধ পদ বা সমাসনিষ্পন্ন পদ।

[২] সমস্যমান পদ

হলো মৌ বা মধু সংগ্রহ করে যে মাছি = মৌমাছি [ মৌ সংগ্রহ করে যে মাছি ]  বাক্যের প্রত্যেকেই একেকটা সমস্যমান পদ।
মৌ = একটি সমস্যমান পদ
সংগ্রহ = একটি সমস্যমান পদ
করে = একটি সমস্যমান পদ
যে = একটি সমস্যমান পদ
মাছি =একটি সমস্যমান পদ
এই সমস্যমান পদ গুলো মিলেই একটি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ [মৌমাছি] তৈরী হয়।

[৩] সমাসবাক্য বা ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য

সমস্যমান পদ [ মৌ, সংগ্রহ, করে, যে, মাছি ] গুলো মিলে যে একটি বাক্য বাক্যের অংশের মতো শুনায় তাকে সমাসবাক্য বা ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে।
আবার,
যদি সমস্তপদ [মৌমাছি] কে বিশ্লেষণ বা ব্যাখা করি তাহলে  আমরা  [মৌ সংগ্রহ করে যে মাছি ] এই বাক্য বা বাক্যের অংশটা পাই  এই বাক্য বা বাক্যের অংশটাকেই সমাসবাক্য বা ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বলে।

[৪]পূর্ব পদ:

সমস্তপদ বা সমাসবদ্ধ পদ বা সমাসনিষ্পন্ন পদ গুলো দুটি অংশ থাকে। যেমন- মৌমাছি বা ডাকগাড়ি
[মৌমাছি] পদ বা শব্দটির দুটি অংশ
[মৌ] হলো পূর্বপদ
আর [মাছি] হলো পরপদ বা উত্তরপদ।

[৫ ] পরপদ বা উত্তর পদ:

ডাক বহন করে যে গাড়ি = ডাকগাড়ি
এখানে,  [ডাক] হলো পূর্বপদ
আর [গাড়ি]হলো পরপদ বা উত্তর পদ।

আশা করি তোমরা সমাস বুঝতে পারছো। না বুঝে থাকলে মনোযোগ সহাকারে আরো এক দু বার পড়ে নাও। তাহলেই হবে।। নাম গুলো মুখস্থ করে নাও। জীবনে কখনো ভুল হবে না।

আরও পড়ুন>>>> ক্রিয়াপদ কাকে বলে? কত প্রকার ও কি কি?

              [ দ্বন্ধ ]

দ্বন্ধ শব্দের অর্থ [ কলহ, বিবাদ, দ্বিধা, সংঘাত, সম, সমান ] সমাসের ক্ষেত্রে দ্বন্ধ মানে সমান। মানে হলো এই সমাসে প্রতিটি পদের অর্থের= Meaning] সমান প্রাধান্য থাকে।
যে সমাসে প্রত্যেকটি” সমস্যমান” পদের অর্থের বা Meaning এর সমান প্রধান্য থাকে তাকেই বা সেই সম্পর্কটাকেই দ্বন্ধ সমাস বলে।
যেমন- মা ও পিতা [সমস্যমান পদ] = মাতা-পিতা [সমস্তপদ]
দা ও কুমড়া [ সমস্যমান পদ ]= দা-কুমড়া [সমস্তপদ]
স্বর্গ ও নরগ [সমস্যমান পদ] =  স্বর্গ নরক [সমস্তপদ]
দ্বন্ধ সমাসে [পূর্বপদ বা পরপদ] দেখানোর জন্য ব্যাসবাক্যে বা সমাসবাক্যে বা বিগ্রহবাক্যে  সাধারণত সংযোজক অব্যয় [ ও, এবং, আর ]  এই তিনটি অব্যয় পদ ব্যবহার করা হয়। দ্বন্দ সমাসের কিছু উদাহরণ-

১ মিলন অর্থক = মাতা-পিতা, দাদা-দাদি, চা-বিস্কুট, জ্বিন-পরি, চাচা-চাচি, মামা-মামি ইত্যাদি
২ বিরোধ অর্থক = দা-কুমড়া, অহি- নকুল [সাপ-বেজি],স্বর্গ-নরক ইত্যাদি
৩ বিপরীত অর্থক = আকাশ-পাতাল,  আয়- ব্যয়, জমা-খরচ,ছেলে- বুড়ো, লাভ-লোকসান ইত্যাদি
৪ অঙ্গবাচক = হাত-পা, চোখ-মুখ, নাক-কান, বুক-পিঠ, মাথা-মণ্ডু ইত্যাদি
৫ সংখ্যাবাচক = সাত-পাঁচ, নয়-ছয়, সাত-সতের, উনিশ-বিশ  ইত্যাদি

৬ সম বা সমান অর্থ প্রকাশক বা সমার্থক পদে = হাট-বাজার, ঘর- দুয়ার, কল-কারখানা, মোল্লা-মৌলভী, খাতা-পত্র ইত্যাদি।
৭ প্রায় সমান অর্থ প্রকাশক ও সহচর পদে = কাপড়-চোপড়, পোকা-মাকড়, দয়া-মায়া, ধূতি-চাদর ইত্যাদি
৮ দুটি সর্বনাম বা pronoun যোগে =যা-তা, যে-সে,যথা-তথা, তুমি-আমি,যেখানে-সেখানে ইত্যাদি।
৯ দুটি বিশেষণ বা  Adjective যোগে = ভালো-মন্দ, কম-বেশি, আসল-নকল, বাকি-বকেয়া ইত্যাদি
১০দুটি ক্রিয়া যোগে =দেখা-শুনা, যাওয়া-আসা, চলা-ফেরা, দেওয়া-থোওয়া, উঠা-বসা ইত্যাদি।
১১ দুটি ক্রিয়া বিশেষণ বা Adverb যোগে = ধীরে-সুস্থে, আগে-পাছে, আকারে-ইঙ্গিতে
উপরের সকল পদই সমাসবদ্ধ পদ বা সমস্তপদ বা সমাসনিষ্পন্ন পদ।

     [ অলুক দ্বন্ধ ]

অলুক বা অলুপ শব্দের অর্থ হলো যা লুপ পায় না। অলুক দ্বন্ধ সমাসে বিভক্তি লুপ পায় না বা হ্রাস হয় না। বিভক্তি সরাসরি  সমস্তপদে যোক্ত হয়।
সঙ্গা : যে দ্বন্ধ সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক বা অলুপ দ্বন্ধ সমাস বলে।।
যেমন- দুধে-ভাতে, জলে-স্থলে, দেশে- বিদেশে, হাতে-কলমে ইত্যাদি।

[ কর্মধারয় সমাস ]

আমরা জানি সমাসে ২টি পদ থাকে,পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ। কর্মধারয় সমাসের ২টি পদের ১টি বিশেষ্য বা Noun অপর পদটি বিশেষণ বা Adjective। ২টি পদই বিশেষ্য বা বিশেষণ এবং উত্তরপদ বা পরপদের অর্থ (Meaning) প্রধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে।

যেমন- নীল যে পদ্ম = নীলপদ্ম
ভাজা যে আলু = আলুভাজা
অধম যে নর = নরাধম
কাঁচা যে কলা = কাঁচকলা

উপরের বাক্যে,
নীল + পদ্ম = বিশেষণ + বিশেষ্য।
আলু + ভাজা = বিশেষ্য + বিশেষণ
বিশেষ্য এবং বিশেষণ একে অপরের সাথে মিলে কর্মধারয় সমাস হয়েছে।

বিভিন্নভাবে কর্মধারয় সমাস গঠিত হয় –

১.বিশেষ্য + বিশেষণ = Noun + Adjective

ভাজা যে আলু = আলুভাজা
অধম যে নর = নরাধম
বাটা যে হলুদ = হলুদবাটা
পোড়া যে বেগুন = বেগুনপোড়া
ভাজা যে চাল = চালভাজা
উত্তম যে নর = নরোত্তম

উপরের বাক্যে সমস্তপদ বা সমাসনিষ্পন্ন পদ  বা সমাসবদ্ধ পদ গুলো [বিশেষ্য বা Noun] এবং [বিশেষণ বা Adjective] মিলে গঠিত হয়েছে।
ক.পূর্বপদ বিশেষ্য বা Noun গুলো – [আলু, নর, হলুদ, বেগুন, চাল, নর]
খ.পরপদ বা উত্তরপদ বিশেষণ বা Adjective  গুলো – [ভাজা, অধম, বাটা, পোড়া, ভাজা, উত্তম]

২.বিশেষণ + বিশেষ্য = Adjective + Noun

কাঁচা যে কলা = কাঁচকলা
গুণি যে জন = গুণিজন
সৎ যে লোক = সৎলোক
নীল যে পদ্ম = নীলপদ্ম
ক্ষুধিত যে পাষাণ = ক্ষুধিতপাষাণ
মহৎ যে আত্মা = মহাত্মা

উপরের বাক্যের ব্যাখ্যা পড়ো।
ক.পূর্বপদ বিশেষণ – [কাঁচা, গুণি, সৎ, নীল, ক্ষুধিত, মহৎ]

৩. বিশেষ্য + বিশেষ্য=Noun + Noun

ব্যাখ্যা:-বিশেষ্য এবং বিশেষ্য সমাসের ক্ষেত্রে (ব্যাসবাক্যে বা সমাসবাক্য বা বিগ্রহবাক্যে)  [যিনি-তিনি, যেই-সেই, যে-সে, যাহা-তাহা, যা-তা] ইত্যাদি এই সকল (সাপেক্ষবাচক বা সঙ্গতিবাচক বা সমন্ধবাচক সর্বনামপদ বা অব্যয়পদ) উভয় পদের পূর্বে ব্যবহার হয়। উভয় পদ বলতে ব্যাসবাক্য বা বিগ্রহবাক্যের (পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ)।
যেমন- যিনি মৌলভী তিনিই সাহেব = মৌলভীসাহেব
যিনি ঠাকুর তিনিই দাদা = ঠাকুরদাদা
যিনি দাদা তিনিই ভাই = দাদাভাই
যিনি লাট তিনিই সাহেব = লাটসাহেব
যিনি রাজা তিনি ঋষি = রাজর্ষি

অসংলগ্ন অর্থ বা Meaning এর সম্ভাবনা থাকলে (ব্যাসবাক্যে বা সমাসবাক্যে বা বিগ্রহবাক্যে) উভয় পদের মাঝে ‘অথচ’ ব্যবহার করা চলে।
যেমন- রাজা অথচ ঋষি = রাজর্ষি
ঠাকুর অথচ দাদা = ঠাকুরদাদা

৪.বিশেষণ + বিশেষণ = Adjective + Adjective

বিশেষণের সাথে বিশেষণের সমাসের ক্ষেত্রে ৩ নিয়মের মতোই। ব্যাসবাক্যে বা সমাসবাক্যে বা বিগ্রহবাক্যে [যিনি-তিনি, যেই-সেই, যে-সে, যাহা-তাহা, যা-তা] ইত্যাদি সর্বনাম বা অব্যয় উভয় পদে ব্যবহার হয়।
যেমন- যে চালাক সে চতুর = চালাকচতুর
যাহা কাঁচা তাহাই মিঠা = কাঁচামিঠা
যিনি গণ্য তিনিই মান্য = গণ্যমান্য
আগে ধোয়া পরে মোছা = ধোয়ামোছা
কিছু কাঁচা কিছু পাকা = কাঁচাপাকা
যে শান্ত সে শিষ্ট = শান্তশিষ্ট
যাহা মিঠা তাহা কড়া = মিঠাকড়া
কড়া যে মিঠা বা মিষ্টি = [কড়ামিষ্টি বা মিঠাকড়া ] এ ক্ষেত্রে [মিঠা বা মিষ্টি] হচ্ছে বিশেষ্য বা Noun পদ।

অসংলগ্ন অর্থ বা Meaning এর সম্ভাবনা থাকলে ব্যাসবাক্যে বা সমাসবাক্যে বা বিগ্রহবাক্যে উভয় পদের মাঝে[ ‘অথচ’] ব্যবহার করা চলে।
যেমন-কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা
শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট

উপরের বিষয় গুলো ছাড়াও কর্মধারয় সামাসে আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে।

[ক] কর্মধারায় সমাসের (ব্যাসবাক্যে বা বিগ্রহবাক্যে বা সমাসবাক্যের) পূর্বপদের [স্ত্রীবাচক বিশেষণ] থাকলে তা (সমস্তপদ বা সমাসনিষ্পন্ন) পদে সেটি [পুরুষবাচক] হয়।
যেমন- সুন্দরী যে লতা=সুন্দরলতা
মহতী যে কীর্তি=মহাকীর্তি

[খ] আবার পূর্বপদে যদি [মহান বা মহৎ] বিশেষণ বাচক পদ থাকে তাহলে সমস্তপদে [মহান বা মহৎ] এর পরিবর্তে বা তার জায়গায় [মহা] শব্দটি ব্যবহার করা হয়। যেমন-

মহৎ যে জ্ঞান = মহাজ্ঞান
মহৎ যে কাব্য = মহাকাব্য
মহান যে নবী = মহানবী
মহান যে জন = মহাজন

[গ] (ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাসবাক্যের) পূর্ব পদে৷ যদি [কু] বিশেষণ থাকে এবং পরপদ বা উত্তর পদের প্রথমে যদি স্বরধ্বনি [অ, আ অ্যা, ই, উ, এ, ও] থাকে তাহলে সমস্তপদে [ক]এর স্থলে বা তার জায়গায় [কদ] হয়।যেমন-

কু যে অর্থ = কদর্থ
কু যে আচার = কদাচার
কু যে আকার = কদাকার

কর্মধারয় সমাসের প্রকার বা শ্রেণীবিভাগ

কর্মধারয় মূলত ৪ প্রকার বা কর্মধারয় সমাসটাকে ৪ ভাবে ব্যাখ্যা করা হয়।
১.মধ্যপদলোপী কর্মধারয় সমাস
২.উপমান কর্মধারয় সমাস
৩.উপমিত কর্মধারয় সমাস
৪.রূপক কর্মধারয় সমাস

[১] মধ্যপদলোপী কর্মধারয় সমাস

যে কর্মধারয় সমাসের বিশ্লেষণমূলক মধ্যপদ ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাসবাক্য হতে লোপপায় বা হ্রাস পায় বা কমে যায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।।
যেমন- মৌ সংগ্রহ করে যে মাছি = মৌমাছি
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
পল বা মাংস মিশ্রিত অন্ন = পলান্ন বা পোলাও
হাত চালিত পাখা = হাতপাখা
চিৎ অবস্থায় সাঁতার = চিৎসাঁতার
মানি রাখার ব্যাগ = মানিব্যাগ
হাঁস চিহ্নিত যে মার্কা = হাঁসমার্কা
ঘর আশ্রিত যে জামাই = ঘরজামাই
ঘি মাখা ভাত = ঘিভাত

[২] উপমান কর্মধারয় সমাস

যার সাথে তুলনা করা হয় তাই বা তাকেই উপমান বলে। যাকে তুলনা করা হয় তাই বা তাকেই উপমেয় বলে। উপমান পদের সাথে উপমেয়ের সাধারণ গুণবাচক পদের সাথে যে সমাস হয় তাকেই উপমান কর্মধারয় সমাস বলে।  উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে উপমেয় পদের বা যাকে তুলনা করা হলো তাকে উল্লেখ করা হয়না বা অনুপস্থিত থাকে। যেমন-

বকের ন্যায় ধার্মিক = বকধার্মিক
উপরের বাক্যে [বক] হলো উপমান পদ। কারণ [বক] এর সাথে তুলনা করা হয়েছে। ধার্মিক হলো গুণবাচক পদ। কিন্তুু বকের ন্যায় ধার্মিক কে? যে বকের ন্যায় ধার্মিক সেই হলো উপমেয়। কিন্তুু শর্তমতে উপমান কর্মধারয় সমাসে উপমেয় পদ থাকে না বা অনুপস্থিত।
মিশির ন্যায় কালো = মিশকালো
‘মিশ’ হলো বিশেষ্য বা Noun যা উপমান পদ। ‘কালো’ হলো বিশেষণ বা Adjective  সাধারণ ধর্ম বা গুণবাচক পদ।। সুতরাং, উপমান কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষ্য বা Noun এবং পরপদ বা উত্তরপদ বিশেষণ বা Adjective হয়ে থাকে।।
উদাহরণ- শশকের ন্যায় ব্যস্ত = শশব্যস্ত
কুসুমের ন্যায় কোমল = কুসুমকোমল
কাঠের ন্যায় কঠিন = কাঠকঠিন
হস্তির ন্যায় মূর্খ = হস্তীমূর্খ
নিমের ন্যায় তিতা = নিমতিতা
বকের ন্যায় ধার্মিত = বকধার্মিক
গো বা গরুর ন্যায় বেচারা = গোবেচারা
কাজলের ন্যায় কালো = কাজলকালো
শশক শব্দের অর্থ [ খরগোশ ]
ন্যায় মানে হলো = মতো বা তুল্য [ শশকের  ন্যায় বা মতো ব্যস্ত = শশব্যস্ত ]

[৩] উপমিত কর্মধারয় সমাস

এই উপমিত কর্মধারয় সমাসে গুণের বা ধর্ম বা Adjective এর উল্লেখ থাকে না। উপমান পদ [মানে হচ্ছে যার সাথে তুলনা করা হয় ] ও উপমেয় পদ [যাকে তুলনা করা হয়। ] মিলে যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।।
উপমিত কর্মধারয় সমাসের উভয় পদ [পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ] বিশেষ্য বা Noun হয়।। উদাহরণ-

বাহু লতার ন্যায় বা মতো=বাহুলতা
পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ
চন্দ্রের ন্যায় মুখ = চন্দ্রমুখ
নর সিংহের ন্যায় = নরসিংহ
অধর পল্লবের ন্যায় = অধরপল্লব
নয়ন কমলের ন্যায় = নয়নকমল
চক্ষু পদ্মের ন্যায় বা পদ্মের ন্যায় চক্ষু = পদ্মচক্ষু
সোনার ন্যায় মুখ = সোনামুখ

উপরের বাক্যে উপমান পদ বিশেষ্য হলো = [লতা, সিংহ, চন্দ্র, সিংহ, পল্লব, কমল, পদ্ম, সোনা]।
উপমেয় পদ বা যাকে তুলনা করা হচ্ছে তা হলো = [বাহু, পুরুষ, মুখ, নর, অধর, নয়ন, চক্ষু, মুখ]।
তাহলে বুঝতে পারলাম গুণের কথা উল্লেখ না করে বিশেষ্য এবং বিশেষ্য পদের সমাসই হলো উপমিত কর্মধারয় সমাস।।

উপমান এবং উপমিত কর্মধারয় সমাস চিনতে বা নির্ণয় করতে সহজ এবং প্রকৃত উপায় হলো  সাধারণ ধর্ম বা গুণবাচক পদ বা বিশেষণ বা Adjective।

[ ৪] রূপক কর্মধারয় সমাস

উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হলে বা যার সাথে তুলনা করা হয় তার সাথে যাকে তুলনা করা হবে তার অভেদ কল্পনা করা হয় তাকেই রূপক কর্মধারয় সমাস বলে। এই সামসে উপমেয় পদ বা যাকে তুলনা করা হয় সেটা পূর্বে বসে এবং উপমানপদ বা যার সাথে তুলনা করা হয় তা পরে বসে।
[রূপ অথবা ই] যোগ করে [ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাসবাক্য] গঠন করা হয়। যেমন-

ক্ষুধা রূপ অনল = ক্ষুধানল
বা ক্ষুধাই অনল = ক্ষুধানল
এখানে [অনল বা আগুন] হলো উপমানপদ
এবং [ক্ষুধা] হলো উপমেয়পদ
ক্ষুধা হলো অনলের বা আগুনের মতো
উদাহরণ- মন রূপ মাঝি = মনমাঝি
বা মনই মাঝি = মনমাঝি
দিল রূপ দরিয়া = দিলদরিয়া
বা দিলই দরিয়া = দিলদরিয়া
বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু
ক্ষুধা রূপ অনল = ক্ষুধানল
বিদ্যা রূপ ধন = বিদ্যাধন
শোক রূপ অনল = শোকানল
ক্রোধ রূপ অনল = ক্রোধানল
অমৃত রূপ বচন = অমৃতবচন

উপরের বাক্যে পূর্বপদ বা উত্তরপদ = [মন, দিল, বিষাদ, ক্ষুধা, বিদ্যা, শোক, ক্রোধ, অমৃত] এইসব বিশেষ্য বা Noun বা উপমেয় পদ গুলোকে  তুলনা করা হলো।
পরপদ বা উত্তরপদ =[মাঝি, দরিয়া, সিন্ধু, অনল, ধন, অনল, বচন] এই সব বিশেষ্যে বা Noun বা উপমানের সাথে তুলনা করা হয়েছে।

[ তৎপুরুষ সমাস ]

যে সমাসের (পরপদ বা উত্তরপদ) প্রাধান্য পায় এবং (ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাসবাক্য) এর পূর্বপদের বিভক্তি [ লোপ পায় বা হ্রাস পায় বা কমে যায় বা বিলুপ্তি ঘটে] যায় তাকেই তৎপুরুষ সমাস বলে।
ব্যাক্যের পূর্বপদের যে “বিভক্তি” লোপ পায় বা হ্রাস পায় সেই “বিভক্তির” নাম অনুসারে বা অনুযায়ী সেই সমাসের নাম করণ করা হয়।
বিভক্তি: শব্দকে বাক্যে বা Sentence এ ব্যবহার করার জন্য বা পদ সৃষ্টির জন্য শব্দের সাথে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি বা Letter বা হরফ যোগ করা হয় তাকেই বিভক্তি বলে।
যেমন: [ বা, অ, কে, রে, দ্বারা, দিয়ে, কর্তৃক, জন্য, নিমিত্তে, র, এর, য়, তে ইত্যাদি।

বিভক্তি অনুযায়ী তৎপুরুষ সমাস ৬ প্রকার

১.দ্বিতীয়া বিভক্তি
২.তৃতীয়া বিভক্তি
৩.চতুর্থী বিভক্তি
৪.পঞ্চমী বিভক্তি
৫.ষষ্ঠী বিভক্তি
৬.সপ্তমী বিভক্তি
তৎপুরুষ সমাসে আরো কিছু শাখা আছে
৭.অলুক বা অলুপ তৎপুরুষ
৮.নঞ তৎপুরুষ
৯. উপপদ তৎপুরুষ
১০.সুপসুপা তৎপুরুষ
তৎপুরুষ সমাসের বিস্তারিত আলোচনা:

১.দ্বিতীয়া তৎপুরুষ

তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি[ কে,রে] লোপ পেয়ে বা হ্রাস হয়ে বা কমে যে (সমস্তপদ বা সমাসনিষ্পন্ন)পদ গঠিত হয় তাকেই বা তাই দ্বিতীয়া তৎপুরুষ সমাস। যেমন-
গাকে ঢাকা = গা-ঢাকা
ভাতকে রাঁধা = ভাতরাঁধা
জলকে তোলা = জলতোলা
ফুলকে তোলা = ফুলতোলা
ছেলেকে ভুলানে = ছেলেভুলানো
রথকে দেখা = রথদেখা
বধূকে বরণ = বধূবরণ
কলাকে বেচা = কলাবেচা
দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত
বিপদকে আপন্ন = বিপদাপন্ন
বীজকে বোনা = বীজবোনা
নভেলকে পড়া = নভেল-পড়া ইত্যাদি
উপরের সমাসবাক্যের পূর্বপদের বিভক্তি [কে, রে] লোপ বা হ্রাস বাপেয়ে সমম্তপদ গঠিত হয়েছে।
(ব্যাপ্তি বা প্রসার বা বিস্তৃতি) অর্থে (কালবাচক বা সময়বাচক) পদের সাথে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন-
চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী
চিরকাল ব্যাপিয়া স্থায়ী = চিরস্থায়ী
চিরকাল ব্যাপিয়া কৃতজ্ঞ = চিরকৃতজ্ঞ
চিরকাল ব্যাপিয়া দুঃখী = চিরদুঃখী

২.তৃতীয়া তৎপুরুষ

তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) পূর্বপদের তৃতীয়া বিভক্তি [দ্বারা, দিয়া, কর্তৃক] লোপ পেয়ে বা হ্রাস হয়ে বা কমে যে (সমস্তপদ বা সমাসনিষ্পন্ন)পদ গঠিত বা তৈরী হয় তাকেই বা তাই তৃতীয়া তৎপুরুষ সমাস। উদাহরণ-
দা দিয়ে কাটা = দাকাটা
মধু দিয়ে মাখা = মধুমাখা
সর্প বা সাপ কর্তৃক দংশিত = সর্পদংশিত
এক দ্বারা উন = একোন
ঢেঁকি দ্বারা ছাটা = ঢেঁকিছাটা
শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ
তেল দ্বারা ভাজা = তেলভাজা
পাঁচ দ্বারা কম = পাঁচকম
[উন, হীন, শূন্য ] প্রভৃতি শব্দ (ব্যাসবাক্যে বা সমাসবাক্য বা বিগ্রহবাক্যের) পরপদ বা উত্তরপদে থাকলে তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন-
পাঁচ দ্বারা কম = পাঁচকম
এক দ্বারা উন = একোন
জ্ঞান দ্বারা শূন্য = জ্ঞানশূন্য
উপকরণ বাচক বিশেষ্য বা Noun পদ যদি ব্যাসবাক্যের পূর্বপদে থাকে তাহলেও তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন-
স্বর্ণ দ্বারা মণ্ডিত = স্বর্ণমণ্ডিত
হীরক দ্বারা খচিত = হীরকখচিত
চন্দন দ্বারা চর্চিত = চন্দনচর্চিত
রত্ম দ্বারা শোভিত = রত্মশোভিত

৩.চতুর্থী বিভক্তি

যে তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাসবাক্য)এর পূর্বপদের চতুর্থী বিভক্তি [কে, রে (এরে), জন্য, নিমিত্ত] লোপ পেয়ে বা হ্রাস পেয়ে বা বিলুপ্ত হয়ে যে সমাস গঠিত হয় তাকেই চতুর্থী বিভক্তি বলে। উদাহরণ-
ডাকের জন্য মাশুল = ডাকমাশুল
মেয়েদের জন্য স্কুল = মেয়েস্কুল
হজ্বের জন্য যাত্রা = হজ্বযাত্রা
বসতের নিমিত্তে বাড়ি = বসতবাড়ি
বিয়ের নিমিত্তে পাগলা = বিয়েপাগলা
গুরুকে ভক্তি = গুরুভক্তি
দেবকে দত্ত = দেবদত্ত
ছাত্রের জন্য আবাস = ছাত্রাবাস
মাপের জন্য কাঠি = মাপকাঠি
চোষের জন্য কাগজ = চোষকাগজ
মালের জন্য গুদাম = মালগুদাম
পাগলের জন্য গারদ = পাগলাগারদ

৪.পঞ্চমী বিভক্তি

যে তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) পূর্বপদের পঞ্চমী বিভক্তি[হইতে, হতে, থেকে, চেয়ে] লোপ পেয়ে বা হ্রাস হয়ে বা কমে যে (সমস্তপদ বা সমাসনিষ্পন্ন)পদ গঠিত হয় তাকেই বা তাই দ্বিতীয়া তৎপুরুষ সমাস।  উদাহরণ-
লোক হতে ভয় = লোকভয়
জেল হতে খালাস = জেলখালাস
স্কুল হতে পলানো = স্কুলপলানো
জন্ম হতে অন্ধ = জন্মান্ধ
বিলাত বা বিদেশ থেকে ফেরত = বিলাতফেরৎ
গাছ থেকে পড়া = গাছপড়া
পদ হতে চ্যুত = পদচ্যুত
আদি হতে অন্ত = আদ্যন্ত
সাধারণত পরপদে বা উত্তরপদে [চ্যুত, বিরত, আগত, ভীত, গৃহীত, মুক্ত, উত্তীন, পারানো, ভ্রষ্ট] যুক্ত হলে বা থাকলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। যেমন:-
জেল হতে মুক্ত = জেলমুক্ত
ঋণ হতে মুক্ত = ঋণমুক্ত
শাপ হতে মুক্ত = শাপমুক্ত
বোঁটা হতে খসা = বোঁটাখসা
কোন কোন ক্ষেত্রে পঞ্চমী তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাসবাক্যে [এর,চেয়ে] অব্যয় বা অনুসর্গের ব্যবহার হয়। যেমন-
পরাণের চেয়ে প্রিয় =পরাণপ্রিয়

৫.ষষ্ঠী তৎপুরুষ সমাস

যে  তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি[র, এর] লোপ পেয়ে বা হ্রাস হয়ে বা কমে যে (সমস্তপদ বা সমাসনিষ্পন্ন)পদ গঠিত হয় তাকেই বা তাই ষষ্ঠী তৎপুরুষ সমাস। উদাহরণ-
ভাইয়ের পো বা ছেলে = ভাইপো
রান্নার ঘর = রান্নাঘর
রাজার সভা = রাজসভা
মৌ এর চাক = মৌচাক
কুকুরের ছানা = কুকুরছানা
পরের অধীন = পরাধীন
ছাত্রের সমাস = ছাত্রসমাস
দেশের সেবা = দেশসেবা
দ্বিল্লীর ঈশ্বর = দ্বিল্লীশ্বর
বাঁদরের নাচ = বাঁদরনাচ
পাঁটের ক্ষেত = পাঁটক্ষেত
ছবির ঘর = ছবিঘর
ঘোড়ার দৌড় = ঘোড়দৌড়
শ্বশুরের বাড়ি = শ্বশুরবাড়ি
বিড়ালের ছানা = বিড়ালছানা
রাজার পুত্র = রাজপুত্র
পথের রাজা = রাজপথ
হাঁসের রাজা = রাজহাঁস
ষষ্ঠী তৎপুরুষ সমাসের কিছু শর্ত বা নিয়ম:
১. এই ষষ্ঠী তৎপুরুষ সমাসে (ব্যাসবাক্যে বা সমাসবাক্য বা বিগ্রহবাক্যে) [রাজা] শব্দটি থাকলে তা সমস্তপদে [রাজ] রূপে ব্যবহার করা হয়।যেমন-
গজনীর রাজা = গজনীরাজ
হাঁসের রাজা = রাজহাঁস
২. ষষ্ঠী তৎপুরুষ সমাসে (ব্যাসবাক্যে বা বিগ্রহবাক্যে বা সমাসবাক্যে) পিতা, মাতা, ভ্রাতা, পদ গুলো থাকলে (সমস্তপদে বা সমাসনিষ্পন্ন) পদে পিতৃ, মাতৃ, ভ্রাতৃ ব্যবহৃত হয়৷ যেমন-
পিতার ধন = পিতৃধন
মাতার সেবা = মাতৃসেবা
ভ্রাতার স্নেহ = ভ্রাতৃস্নেহ
ষষ্ঠী তৎপুরুষ সমাসের বিভক্তি [র এবং এর] লোপ পেয়ে বা হ্রাস পেয়ে গঠিত আরো কিছু  সমাসের উদাহরণ-
পত্নীর সহ = পত্নীসহ
কন্যার সহ =কন্যাসহ
সহোদরের প্রতিম বা তুল্য বা সদৃশ = সহোদরপ্রতিম
অহ্নের বা দিনের পূর্বভাগ = পুর্বাহ্ণ
ছাত্রের বৃন্দ = ছাত্রবৃন্দ
গুণের গ্রাম = গুণগ্রাম
হস্তীর যূথ = হস্তীযূথ এখানে হস্তী = হাতি, যূথ = দল
পথের অর্ধ = অর্ধপথ
দিনের অর্ধ = অর্ধদিন
মৃগীর বা হরিণের শিশু = মৃগশিশু
ছাগীর দুগ্ধ  = ছাগদুগ্ধ

৬.সপ্তমী তৎপুরুষ সমাস

তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি[ এ, য়, তে] লোপ পেয়ে বা হ্রাস হয়ে বা কমে যে (সমস্তপদ বা সমাসনিষ্পন্ন)পদ গঠিত হয় তাকেই বা তাই সপ্তমী তৎপুরুষ সমাস। উদাহরণ-
গাছে পাকা = গাছপাকা
রাতে কানা = রাতকানা
তেলে ভাজা = তেলেভাজা
ইংরেজিতে শিক্ষিত = ইংরেজিশিক্ষিত
দিবায় নিদ্রা = দিবানিদ্রা
রণে বা যুদ্ধে পটু = রণপটু
বাকে পটু = বাকপটু
গোলাতে ভরা = গোলাভরা
তালে কানা = তালকানা [‘তাল”কাণ্ডজ্ঞানশূন্য]
কুকুরের ছানা = কুকুরছানা
অকালে মৃত্য = অকালমৃত্যু
পরের অধীন = পরাধীন
ভোজনে পটু = ভোজনপটু
দানে বীর = দানবীর
বাক্সে বন্দী = বাক্সবন্দী
বস্তায় পচা = বস্তাপচা
মনে মরা = মনমরা
পূর্বে ভূত = ভূতপূর্ব
পূর্বে অশ্রুত = অশ্রুতপূর্ব
পূর্বে অদৃষ্ট = অদৃষ্টপূর্ব

৭.অলুক বা অলুপ তৎপুরুষ সমাস

যে সমাসের বিভক্তি লোপ পা না বা হ্রাস হয় না তাকেই অলুক তৎপুরুষ সমাস বলে। উদাহরণ-
ঘেড়ার ডিম = ঘোড়ার ডিম
তেলে ভাজা = তেলেভাজা
কলুর বলদ = কলুরবলদ
ঘোড়ার ডিম = ঘোড়ারডিম
হাতের পাচ = হাতেরপাচ
মামার বাড়ি = মামারবাড়ি
সাপের পা = সাপেরপা
হাতে বোনা = হাতেবোনা
মনের মানুষ = মনেরমানুষ
কলের গান = কলেরগান
ভ্রাতার পুত্র = ভ্রাতুষ্পুত্র [ নিপাতনে সিদ্ধ]

৮.নঞ তৎপুরুষ সমাস

নঞ অর্থ হলো না বাচক। যে  তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) পূর্বপদের [নঞ-অব্যয়  (ন, না, নয়, নেই,নাই)] পদ থাকে তাকেই বা তাই নঞ তৎপুরুষ সমাস।
নঞ (ন, না, নয়, নাই, নেই) এর স্থলে বা পরিবর্তে  বা তার জায়গায় সমস্তপদে (অ, আ, অন, অনা, বে) এ সকল উপসর্গ ব্যবহার করা হয়।যেমন-
নয় বা ন অন্ত = অনন্ত
নয়/ন মিল = অমিল
নয়/ন সুখ = অসুখ
নয়/ন সরকারি = বেসরকারি
নয়/ন আচার = অনাচার
নয়/ন এক = অনেক
নয়/ন কাল = আকাল বা অকাল
নয়/ন ধোয়া = আধোয়া
নয়/ন মঞ্জুর = নামঞ্জুর
নয়/ন কেজো = অকোজো
নয়/ন জানা = অজানা
নয়/ন চেনা = অচেনা
নয়/ন আবাদি = অনাবাদি
নয়/ন বালক = নাবালক
নয়/ন লুনি = আলুনি
নয়/ন বিশ্বাস = অবিশ্বাস
নয়/ন লৌকিক = অলৌকিক
নয়/ন কেশা = অকেশা
নয়/ন সুর = অসুর।
নয়/ন মানুষ = অমানুষ
নয়/ন সঙ্গত = অসঙ্গত
নয়/ন ভদ্র = অভদ্র
নয়/ন গম্য = অগম্য

৯. উপপদ তৎপুরুষ সমাস

যে  তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) উপপদ বা বিশেষ্য বা Noun পদের সাথে কৃদন্ত [ধাতু + কৃতপ্রত্যয়] পদের যে সমাস হয় তাকেই উপপদ তৎপুরুষ সমাস বলে।
কৃদন্তপদ: [ধাতু বা ক্রিয়াপ্রকৃতি বা ক্রিয়ামূলের পরে প্রত্যয় বা suffix যোগ করে কৃদন্ত পদ হয় বা তাকেই কৃদন্ত পদ বলে। ধাতুর সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে। উদাহরণ-
পাকেট মারে যে = পকেটমার
ছেলে ধরে যে = ছেলেধরা
যাদু করে যে = যাদুকর
জল দেয় যে/যা = জলদ বা সমুদ্র
পঙ্কে বা কাদায় জন্মে যে/যা = পঙ্কজ
পা দ্বারা পান করে যে = পাদপ
গৃহে বাস করে যে = গৃহস্থ
ইন্দ্রকে জয় করে যে = ইন্দ্রজিৎ
উপরের বাক্যে কৃদন্ত পদ গুলো হলো:-[মারে, ধরে, করে, দেয়, জন্মে] ইত্যাদি।
উপপদের সাথে বা বিশেষ্যের সাথে এই সকল কৃদন্ত পদের সামাসে উপপদ তৎপুরুষ সমাস হয়।

১০.প্রাদি তৎপুরুষ সমাস

যে  তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) পূর্বপদে [প্র, পরা, প্রতি, অনু, বি ] উপসর্গ বা Prefix বসে বিশেষ অর্থ প্রকাশ করে তাকেই প্রাদি তৎপুরুষ সমাস বলে। উদাহরণ-
প্র (প্রকৃষ্ট) ভাত = প্রভাত
প্র-(প্রকৃষ্ট) বচন = প্রবচন।
বি-(বিশেষ) = বিমাতা
প্রাদি তৎপুরুষ সমাসের উপসর্গ গুলো দ্বারা [ প্রভাত প্রবচন, বিমাতা] এরকম বিশেষ অর্থ প্রকাশ কারছে। যেমন-
প্রভাত =”ভাত” বলতে আমরা [চালসিদ্ধ বা সিদ্ধচাল বা] অর্থ প্রকাশ করছে কিন্তুু ”প্রভাত” বলতে আমরা (সকাল বা Morning)বুঝি এবং তা ঠিক অর্থটাই প্রকাশ করে।
মাতা = জননী, গর্ভধারিণী
বিমাতা = পিতার অন্য স্ত্রী, সৎমা [বি(বিরুদ্ধ)+মাতৃ]
তৎপুরুষ সমাসের বিস্তারিত আলোচনাতে প্রায় ১৫০ টির মতো উদাহরণ ব্যবহার করা হয়েছে৷
নিয়মসহ উদাহরণ গুলো কয়েকবার পড়লেই তোমাদের মনে গেঁথে যাবে।।

[ বিভক্তি ]

বাংলা ভাষার শব্দগুলো বাক্যে ব্যবহার করার জন্য শব্দের সাথে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকেই বিভক্তি বলে। অথবা বিভক্তি শব্দকে পদে রূপান্তর করে বাক্যে ব্যবহারের জন্য। যেমন-
অ, কে, রে, র, এর, এ, য়, তে
মাসুমকে বাজারে যেতে হবে
মাসুম+ কে বিভক্তি
বাজার + এ বিভক্তি
যেত+ এ বিভক্তি
হব+ এ বিভক্তি।
এ গুলোই বিভক্তি।।