মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে?

যে কর্মধারয় সমাসের বিশ্লেষণমূলক মধ্যপদ ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাসবাক্য হতে লোপপায় বা হ্রাস পায় বা কমে যায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন-

মৌ সংগ্রহ করে যে মাছি = মৌমাছি
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
পল বা মাংস মিশ্রিত অন্ন = পলান্ন বা পোলাও
হাত চালিত পাখা = হাতপাখা
চিৎ অবস্থায় সাঁতার = চিৎসাঁতার
মানি রাখার ব্যাগ = মানিব্যাগ
হাঁস চিহ্নিত যে মার্কা = হাঁসমার্কা
ঘর আশ্রিত যে জামাই = ঘরজামাই
ঘি মাখা ভাত = ঘিভাত

One thought on “মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *