কর্মধারয় সমাস কাকে বলে? কত প্রকার ও কি কি?

কর্মধারয় সমাস

আমরা জানি সমাসে ২টি পদ থাকে,পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ। কর্মধারয় সমাসের ২টি পদের ১টি বিশেষ্য বা Noun অপর পদটি বিশেষণ বা Adjective। ২টি পদই বিশেষ্য বা বিশেষণ এবং উত্তরপদ বা পরপদের অর্থ (Meaning) প্রধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে।

যেমন- নীল যে পদ্ম = নীলপদ্ম
ভাজা যে আলু = আলুভাজা
অধম যে নর = নরাধম
কাঁচা যে কলা = কাঁচকলা

উপরের বাক্যে,
নীল + পদ্ম = বিশেষণ + বিশেষ্য।
আলু + ভাজা = বিশেষ্য + বিশেষণ
বিশেষ্য এবং বিশেষণ একে অপরের সাথে মিলে কর্মধারয় সমাস হয়েছে।

বিভিন্নভাবে কর্মধারয় সমাস গঠিত হয় –

১.বিশেষ্য + বিশেষণ = Noun + Adjective

ভাজা যে আলু = আলুভাজা
অধম যে নর = নরাধম
বাটা যে হলুদ = হলুদবাটা
পোড়া যে বেগুন = বেগুনপোড়া
ভাজা যে চাল = চালভাজা
উত্তম যে নর = নরোত্তম

উপরের বাক্যে সমস্তপদ বা সমাসনিষ্পন্ন পদ  বা সমাসবদ্ধ পদ গুলো [বিশেষ্য বা Noun] এবং [বিশেষণ বা Adjective] মিলে গঠিত হয়েছে।
ক.পূর্বপদ বিশেষ্য বা Noun গুলো – [আলু, নর, হলুদ, বেগুন, চাল, নর]
খ.পরপদ বা উত্তরপদ বিশেষণ বা Adjective  গুলো – [ভাজা, অধম, বাটা, পোড়া, ভাজা, উত্তম]

২.বিশেষণ + বিশেষ্য = Adjective + Noun

কাঁচা যে কলা = কাঁচকলা
গুণি যে জন = গুণিজন
সৎ যে লোক = সৎলোক
নীল যে পদ্ম = নীলপদ্ম
ক্ষুধিত যে পাষাণ = ক্ষুধিতপাষাণ
মহৎ যে আত্মা = মহাত্মা

উপরের বাক্যের ব্যাখ্যা পড়ো।
ক.পূর্বপদ বিশেষণ – [কাঁচা, গুণি, সৎ, নীল, ক্ষুধিত, মহৎ]

৩. বিশেষ্য + বিশেষ্য=Noun + Noun

ব্যাখ্যা:-বিশেষ্য এবং বিশেষ্য সমাসের ক্ষেত্রে (ব্যাসবাক্যে বা সমাসবাক্য বা বিগ্রহবাক্যে)  [যিনি-তিনি, যেই-সেই, যে-সে, যাহা-তাহা, যা-তা] ইত্যাদি এই সকল (সাপেক্ষবাচক বা সঙ্গতিবাচক বা সমন্ধবাচক সর্বনামপদ বা অব্যয়পদ) উভয় পদের পূর্বে ব্যবহার হয়। উভয় পদ বলতে ব্যাসবাক্য বা বিগ্রহবাক্যের (পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ)।
যেমন- যিনি মৌলভী তিনিই সাহেব = মৌলভীসাহেব
যিনি ঠাকুর তিনিই দাদা = ঠাকুরদাদা
যিনি দাদা তিনিই ভাই = দাদাভাই
যিনি লাট তিনিই সাহেব = লাটসাহেব
যিনি রাজা তিনি ঋষি = রাজর্ষি

অসংলগ্ন অর্থ বা Meaning এর সম্ভাবনা থাকলে (ব্যাসবাক্যে বা সমাসবাক্যে বা বিগ্রহবাক্যে) উভয় পদের মাঝে ‘অথচ’ ব্যবহার করা চলে।
যেমন- রাজা অথচ ঋষি = রাজর্ষি
ঠাকুর অথচ দাদা = ঠাকুরদাদা

৪.বিশেষণ + বিশেষণ = Adjective + Adjective

বিশেষণের সাথে বিশেষণের সমাসের ক্ষেত্রে ৩ নিয়মের মতোই। ব্যাসবাক্যে বা সমাসবাক্যে বা বিগ্রহবাক্যে [যিনি-তিনি, যেই-সেই, যে-সে, যাহা-তাহা, যা-তা] ইত্যাদি সর্বনাম বা অব্যয় উভয় পদে ব্যবহার হয়।
যেমন- যে চালাক সে চতুর = চালাকচতুর
যাহা কাঁচা তাহাই মিঠা = কাঁচামিঠা
যিনি গণ্য তিনিই মান্য = গণ্যমান্য
আগে ধোয়া পরে মোছা = ধোয়ামোছা
কিছু কাঁচা কিছু পাকা = কাঁচাপাকা
যে শান্ত সে শিষ্ট = শান্তশিষ্ট
যাহা মিঠা তাহা কড়া = মিঠাকড়া
কড়া যে মিঠা বা মিষ্টি = [কড়ামিষ্টি বা মিঠাকড়া ] এ ক্ষেত্রে [মিঠা বা মিষ্টি] হচ্ছে বিশেষ্য বা Noun পদ।

অসংলগ্ন অর্থ বা Meaning এর সম্ভাবনা থাকলে ব্যাসবাক্যে বা সমাসবাক্যে বা বিগ্রহবাক্যে উভয় পদের মাঝে[ ‘অথচ’] ব্যবহার করা চলে।
যেমন-কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা
শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট

উপরের বিষয় গুলো ছাড়াও কর্মধারয় সামাসে আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে।

[ক] কর্মধারায় সমাসের (ব্যাসবাক্যে বা বিগ্রহবাক্যে বা সমাসবাক্যের) পূর্বপদের [স্ত্রীবাচক বিশেষণ] থাকলে তা (সমস্তপদ বা সমাসনিষ্পন্ন) পদে সেটি [পুরুষবাচক] হয়।
যেমন- সুন্দরী যে লতা=সুন্দরলতা
মহতী যে কীর্তি=মহাকীর্তি

[খ] আবার পূর্বপদে যদি [মহান বা মহৎ] বিশেষণ বাচক পদ থাকে তাহলে সমস্তপদে [মহান বা মহৎ] এর পরিবর্তে বা তার জায়গায় [মহা] শব্দটি ব্যবহার করা হয়। যেমন-

মহৎ যে জ্ঞান = মহাজ্ঞান
মহৎ যে কাব্য = মহাকাব্য
মহান যে নবী = মহানবী
মহান যে জন = মহাজন

[গ] (ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাসবাক্যের) পূর্ব পদে৷ যদি [কু] বিশেষণ থাকে এবং পরপদ বা উত্তর পদের প্রথমে যদি স্বরধ্বনি [অ, আ অ্যা, ই, উ, এ, ও] থাকে তাহলে সমস্তপদে [ক] এর স্থলে বা তার জায়গায় [কদ] হয়।যেমন-

কু যে অর্থ = কদর্থ
কু যে আচার = কদাচার
কু যে আকার = কদাকার

কর্মধারয় সমাসের প্রকার বা শ্রেণীবিভাগ

কর্মধারয় মূলত ৪ প্রকার বা কর্মধারয় সমাসটাকে ৪ ভাবে ব্যাখ্যা করা হয়।
১.মধ্যপদলোপী কর্মধারয় সমাস
২.উপমান কর্মধারয় সমাস
৩.উপমিত কর্মধারয় সমাস
৪.রূপক কর্মধারয় সমাস

[১] মধ্যপদলোপী কর্মধারয় সমাস

যে কর্মধারয় সমাসের বিশ্লেষণমূলক মধ্যপদ ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাসবাক্য হতে লোপপায় বা হ্রাস পায় বা কমে যায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।।
যেমন- মৌ সংগ্রহ করে যে মাছি = মৌমাছি
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
পল বা মাংস মিশ্রিত অন্ন = পলান্ন বা পোলাও
হাত চালিত পাখা = হাতপাখা
চিৎ অবস্থায় সাঁতার = চিৎসাঁতার
মানি রাখার ব্যাগ = মানিব্যাগ
হাঁস চিহ্নিত যে মার্কা = হাঁসমার্কা
ঘর আশ্রিত যে জামাই = ঘরজামাই
ঘি মাখা ভাত = ঘিভাত

[২] উপমান কর্মধারয় সমাস

যার সাথে তুলনা করা হয় তাই বা তাকেই উপমান বলে। যাকে তুলনা করা হয় তাই বা তাকেই উপমেয় বলে। উপমান পদের সাথে উপমেয়ের সাধারণ গুণবাচক পদের সাথে যে সমাস হয় তাকেই উপমান কর্মধারয় সমাস বলে।  উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে উপমেয় পদের বা যাকে তুলনা করা হলো তাকে উল্লেখ করা হয়না বা অনুপস্থিত থাকে। যেমন-

বকের ন্যায় ধার্মিক = বকধার্মিক
উপরের বাক্যে [বক] হলো উপমান পদ। কারণ [বক] এর সাথে তুলনা করা হয়েছে। ধার্মিক হলো গুণবাচক পদ। কিন্তুু বকের ন্যায় ধার্মিক কে? যে বকের ন্যায় ধার্মিক সেই হলো উপমেয়। কিন্তুু শর্তমতে উপমান কর্মধারয় সমাসে উপমেয় পদ থাকে না বা অনুপস্থিত।
মিশির ন্যায় কালো = মিশকালো
‘মিশ’ হলো বিশেষ্য বা Noun যা উপমান পদ। ‘কালো’ হলো বিশেষণ বা Adjective  সাধারণ ধর্ম বা গুণবাচক পদ।। সুতরাং, উপমান কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষ্য বা Noun এবং পরপদ বা উত্তরপদ বিশেষণ বা Adjective হয়ে থাকে।।
উদাহরণ- শশকের ন্যায় ব্যস্ত = শশব্যস্ত
কুসুমের ন্যায় কোমল = কুসুমকোমল
কাঠের ন্যায় কঠিন = কাঠকঠিন
হস্তির ন্যায় মূর্খ = হস্তীমূর্খ
নিমের ন্যায় তিতা = নিমতিতা
বকের ন্যায় ধার্মিত = বকধার্মিক
গো বা গরুর ন্যায় বেচারা = গোবেচারা
কাজলের ন্যায় কালো = কাজলকালো
শশক শব্দের অর্থ [ খরগোশ ]
ন্যায় মানে হলো = মতো বা তুল্য [ শশকের  ন্যায় বা মতো ব্যস্ত = শশব্যস্ত ]

[৩] উপমিত কর্মধারয় সমাস

এই উপমিত কর্মধারয় সমাসে গুণের বা ধর্ম বা Adjective এর উল্লেখ থাকে না। উপমান পদ [মানে হচ্ছে যার সাথে তুলনা করা হয় ] ও উপমেয় পদ [যাকে তুলনা করা হয়। ] মিলে যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।।
উপমিত কর্মধারয় সমাসের উভয় পদ [পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ] বিশেষ্য বা Noun হয়।। উদাহরণ-

বাহু লতার ন্যায় বা মতো=বাহুলতা
পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ
চন্দ্রের ন্যায় মুখ = চন্দ্রমুখ
নর সিংহের ন্যায় = নরসিংহ
অধর পল্লবের ন্যায় = অধরপল্লব
নয়ন কমলের ন্যায় = নয়নকমল
চক্ষু পদ্মের ন্যায় বা পদ্মের ন্যায় চক্ষু = পদ্মচক্ষু
সোনার ন্যায় মুখ = সোনামুখ

উপরের বাক্যে উপমান পদ বিশেষ্য হলো = [লতা, সিংহ, চন্দ্র, সিংহ, পল্লব, কমল, পদ্ম, সোনা]।
উপমেয় পদ বা যাকে তুলনা করা হচ্ছে তা হলো = [বাহু, পুরুষ, মুখ, নর, অধর, নয়ন, চক্ষু, মুখ]।
তাহলে বুঝতে পারলাম গুণের কথা উল্লেখ না করে বিশেষ্য এবং বিশেষ্য পদের সমাসই হলো উপমিত কর্মধারয় সমাস।।

উপমান এবং উপমিত কর্মধারয় সমাস চিনতে বা নির্ণয় করতে সহজ এবং প্রকৃত উপায় হলো  সাধারণ ধর্ম বা গুণবাচক পদ বা বিশেষণ বা Adjective।

[ ৪] রূপক কর্মধারয় সমাস

উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হলে বা যার সাথে তুলনা করা হয় তার সাথে যাকে তুলনা করা হবে তার অভেদ কল্পনা করা হয় তাকেই রূপক কর্মধারয় সমাস বলে। এই সামসে উপমেয় পদ বা যাকে তুলনা করা হয় সেটা পূর্বে বসে এবং উপমানপদ বা যার সাথে তুলনা করা হয় তা পরে বসে।
[রূপ অথবা ই] যোগ করে [ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাসবাক্য] গঠন করা হয়। যেমন-

ক্ষুধা রূপ অনল = ক্ষুধানল
বা ক্ষুধাই অনল = ক্ষুধানল
এখানে [অনল বা আগুন] হলো উপমানপদ
এবং [ক্ষুধা] হলো উপমেয়পদ
ক্ষুধা হলো অনলের বা আগুনের মতো
উদাহরণ- মন রূপ মাঝি = মনমাঝি
বা মনই মাঝি = মনমাঝি
দিল রূপ দরিয়া = দিলদরিয়া
বা দিলই দরিয়া = দিলদরিয়া
বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু
ক্ষুধা রূপ অনল = ক্ষুধানল
বিদ্যা রূপ ধন = বিদ্যাধন
শোক রূপ অনল = শোকানল
ক্রোধ রূপ অনল = ক্রোধানল
অমৃত রূপ বচন = অমৃতবচন

উপরের বাক্যে পূর্বপদ বা উত্তরপদ = [মন, দিল, বিষাদ, ক্ষুধা, বিদ্যা, শোক, ক্রোধ, অমৃত] এইসব বিশেষ্য বা Noun বা উপমেয় পদ গুলোকে  তুলনা করা হলো।
পরপদ বা উত্তরপদ =[মাঝি, দরিয়া, সিন্ধু, অনল, ধন, অনল, বচন] এই সব বিশেষ্যে বা Noun বা উপমানের সাথে তুলনা করা হয়েছে।।

কর্মধারয় সমাসে প্রায় ৭০টির মতো উদাহরণ দিয়েছি। এই উদারণ গুলো পড়লেই অনেকটা বুঝতে পারবে।
বুঝতে অসুবিধা হলে বা খটকা লাগলে Comment করো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *