দ্বন্ধ সমাস কাকে বলে?

              দ্বন্ধ সমাস

দ্বন্ধ শব্দের অর্থ [ কলহ, বিবাদ, দ্বিধা, সংঘাত, সম, সমান ] সমাসের ক্ষেত্রে দ্বন্ধ মানে সমান। মানে হলো এই সমাসে প্রতিটি পদের অর্থের= Meaning] সমান প্রাধান্য থাকে। যে সমাসে প্রত্যেকটি” সমস্যমান” পদের অর্থের বা Meaning এর সমান প্রধান্য থাকে তাকেই বা সেই সম্পর্কটাকেই দ্বন্ধ সমাস বলে।
যেমন- মা ও পিতা [সমস্যমান পদ] = মাতা-পিতা [সমস্তপদ]
দা ও কুমড়া [ সমস্যমান পদ ]= দা-কুমড়া [সমস্তপদ]
স্বর্গ ও নরগ [সমস্যমান পদ] =  স্বর্গ নরক [সমস্তপদ]

দ্বন্ধ সমাসে [পূর্বপদ বা পরপদ] দেখানোর জন্য ব্যাসবাক্যে বা সমাসবাক্যে বা বিগ্রহবাক্যে  সাধারণত সংযোজক অব্যয় [ ও, এবং, আর ]  এই তিনটি অব্যয় পদ ব্যবহার করা হয়। দ্বন্দ সমাসের কিছু উদাহরণ-

১ মিলন অর্থক = মাতা-পিতা, দাদা-দাদি, চা-বিস্কুট, জ্বিন-পরি, চাচা-চাচি, মামা-মামি ইত্যাদি
২ বিরোধ অর্থক = দা-কুমড়া, অহি- নকুল [সাপ-বেজি],স্বর্গ-নরক ইত্যাদি
৩ বিপরীত অর্থক = আকাশ-পাতাল,  আয়- ব্যয়, জমা-খরচ,ছেলে- বুড়ো, লাভ-লোকসান ইত্যাদি
৪ অঙ্গবাচক = হাত-পা, চোখ-মুখ, নাক-কান, বুক-পিঠ, মাথা-মণ্ডু ইত্যাদি
৫ সংখ্যাবাচক = সাত-পাঁচ, নয়-ছয়, সাত-সতের, উনিশ-বিশ  ইত্যাদি

৬ সম বা সমান অর্থ প্রকাশক বা সমার্থক পদে = হাট-বাজার, ঘর- দুয়ার, কল-কারখানা, মোল্লা-মৌলভী, খাতা-পত্র ইত্যাদি।
৭ প্রায় সমান অর্থ প্রকাশক ও সহচর পদে = কাপড়-চোপড়, পোকা-মাকড়, দয়া-মায়া, ধূতি-চাদর ইত্যাদি
৮ দুটি সর্বনাম বা pronoun যোগে =যা-তা, যে-সে,যথা-তথা, তুমি-আমি,যেখানে-সেখানে ইত্যাদি।
৯ দুটি বিশেষণ বা  Adjective যোগে = ভালো-মন্দ, কম-বেশি, আসল-নকল, বাকি-বকেয়া ইত্যাদি
১০দুটি ক্রিয়া যোগে =দেখা-শুনা, যাওয়া-আসা, চলা-ফেরা, দেওয়া-থোওয়া, উঠা-বসা ইত্যাদি।
১১ দুটি ক্রিয়া বিশেষণ বা Adverb যোগে = ধীরে-সুস্থে, আগে-পাছে, আকারে-ইঙ্গিতে
উপরের সকল পদই সমাসবদ্ধ পদ বা সমস্তপদ বা সমাসনিষ্পন্ন পদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *