প্রাদি তৎপুরুষ সমাস
যে তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) পূর্বপদে [প্র, পরা, প্রতি, অনু, বি ] উপসর্গ বা Prefix বসে বিশেষ অর্থ প্রকাশ করে তাকেই প্রাদি তৎপুরুষ সমাস বলে। উদাহরণ-
প্র (প্রকৃষ্ট) ভাত = প্রভাত
প্র-(প্রকৃষ্ট) বচন = প্রবচন।
বি-(বিশেষ) = বিমাতা
প্রাদি তৎপুরুষ সমাসের উপসর্গ গুলো দ্বারা [ প্রভাত প্রবচন, বিমাতা] এরকম বিশেষ অর্থ প্রকাশ কারছে। যেমন-
প্রভাত =”ভাত” বলতে আমরা [চালসিদ্ধ বা সিদ্ধচাল বা] অর্থ প্রকাশ করছে কিন্তুু ”প্রভাত” বলতে আমরা (সকাল বা Morning)বুঝি এবং তা ঠিক অর্থটাই প্রকাশ করে।
মাতা = জননী, গর্ভধারিণী
বিমাতা = পিতার অন্য স্ত্রী, সৎমা [বি(বিরুদ্ধ)+মাতৃ]