উপপদ তৎপুরুষ সমাস
যে তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) উপপদ বা বিশেষ্য বা Noun পদের সাথে কৃদন্ত [ধাতু + কৃতপ্রত্যয়] পদের যে সমাস হয় তাকেই উপপদ তৎপুরুষ সমাস বলে।
কৃদন্তপদ: [ধাতু বা ক্রিয়াপ্রকৃতি বা ক্রিয়ামূলের পরে প্রত্যয় বা suffix যোগ করে কৃদন্ত পদ হয় বা তাকেই কৃদন্ত পদ বলে। ধাতুর সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে। উদাহরণ-
পাকেট মারে যে = পকেটমার
ছেলে ধরে যে = ছেলেধরা
যাদু করে যে = যাদুকর
জল দেয় যে/যা = জলদ বা সমুদ্র
পঙ্কে বা কাদায় জন্মে যে/যা = পঙ্কজ
পা দ্বারা পান করে যে = পাদপ
গৃহে বাস করে যে = গৃহস্থ
ইন্দ্রকে জয় করে যে = ইন্দ্রজিৎ
উপরের বাক্যে কৃদন্ত পদ গুলো হলো- [মারে, ধরে, করে, দেয়, জন্মে] ইত্যাদি। উপপদের সাথে বা বিশেষ্যের সাথে এই সকল কৃদন্ত পদের সামাসে উপপদ তৎপুরুষ সমাস হয়।
for mor bank releted post please visit