সপ্তমী তৎপুরুষ সমাস
তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি[ এ, য়, তে] লোপ পেয়ে বা হ্রাস হয়ে বা কমে যে (সমস্তপদ বা সমাসনিষ্পন্ন)পদ গঠিত হয় তাকেই বা তাই সপ্তমী তৎপুরুষ সমাস। উদাহরণ-
গাছে পাকা = গাছপাকা
রাতে কানা = রাতকানা
তেলে ভাজা = তেলেভাজা
ইংরেজিতে শিক্ষিত = ইংরেজিশিক্ষিত
দিবায় নিদ্রা = দিবানিদ্রা
রণে বা যুদ্ধে পটু = রণপটু
বাকে পটু = বাকপটু
গোলাতে ভরা = গোলাভরা
তালে কানা = তালকানা [‘তাল”কাণ্ডজ্ঞানশূন্য]
কুকুরের ছানা = কুকুরছানা
অকালে মৃত্য = অকালমৃত্যু
পরের অধীন = পরাধীন
ভোজনে পটু = ভোজনপটু
দানে বীর = দানবীর
বাক্সে বন্দী = বাক্সবন্দী
বস্তায় পচা = বস্তাপচা
মনে মরা = মনমরা
পূর্বে ভূত = ভূতপূর্ব
পূর্বে অশ্রুত = অশ্রুতপূর্ব
পূর্বে অদৃষ্ট = অদৃষ্টপূর্ব