পঞ্চমী বিভক্তি
যে তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) পূর্বপদের পঞ্চমী বিভক্তি[হইতে, হতে, থেকে, চেয়ে] লোপ পেয়ে বা হ্রাস হয়ে বা কমে যে (সমস্তপদ বা সমাসনিষ্পন্ন)পদ গঠিত হয় তাকেই বা তাই দ্বিতীয়া তৎপুরুষ সমাস। উদাহরণ-
লোক হতে ভয় = লোকভয়
জেল হতে খালাস = জেলখালাস
স্কুল হতে পলানো = স্কুলপলানো
জন্ম হতে অন্ধ = জন্মান্ধ
বিলাত বা বিদেশ থেকে ফেরত = বিলাতফেরৎ
গাছ থেকে পড়া = গাছপড়া
পদ হতে চ্যুত = পদচ্যুত
আদি হতে অন্ত = আদ্যন্ত
সাধারণত পরপদে বা উত্তরপদে [চ্যুত, বিরত, আগত, ভীত, গৃহীত, মুক্ ত, উত্তীন, পারানো, ভ্রষ্ট] যুক্ত হলে বা থাকলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। যেমন:-
জেল হতে মুক্ত = জেলমুক্ত
ঋণ হতে মুক্ত = ঋণমুক্ত
শাপ হতে মুক্ত = শাপমুক্ত
বোঁটা হতে খসা = বোঁটাখসা
কোন কোন ক্ষেত্রে পঞ্চমী তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাসবাক্যে [এর,চেয়ে] অব্যয় বা অনুসর্গের ব্যবহার হয়। যেমন-
পরাণের চেয়ে প্রিয় =পরাণপ্রিয়