দ্বিতীয়া তৎপুরুষ সমাস কাকে বলে?

দ্বিতীয়া তৎপুরুষ

তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি[ কে,রে] লোপ পেয়ে বা হ্রাস হয়ে বা কমে যে (সমস্তপদ বা সমাসনিষ্পন্ন)পদ গঠিত হয় তাকেই বা তাই দ্বিতীয়া তৎপুরুষ সমাস। যেমন-
গাকে ঢাকা = গা-ঢাকা
ভাতকে রাঁধা = ভাতরাঁধা
জলকে তোলা = জলতোলা
ফুলকে তোলা = ফুলতোলা
ছেলেকে ভুলানে = ছেলেভুলানো
রথকে দেখা = রথদেখা
বধূকে বরণ = বধূবরণ
কলাকে বেচা = কলাবেচা
দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত
বিপদকে আপন্ন = বিপদাপন্ন
বীজকে বোনা = বীজবোনা
নভেলকে পড়া = নভেল-পড়া ইত্যাদি
উপরের সমাসবাক্যের পূর্বপদের বিভক্তি [কে, রে] লোপ বা হ্রাস বাপেয়ে সমম্তপদ গঠিত হয়েছে। (ব্যাপ্তি বা প্রসার বা বিস্তৃতি) অর্থে (কালবাচক বা সময়বাচক) পদের সাথে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন-
চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী
চিরকাল ব্যাপিয়া স্থায়ী = চিরস্থায়ী
চিরকাল ব্যাপিয়া কৃতজ্ঞ = চিরকৃতজ্ঞ
চিরকাল ব্যাপিয়া দুঃখী = চিরদুঃখী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *