সর্বনামের অর্থ কি?
সর্বনামের অর্থ হচ্ছে সকলের নাম, অর্থাৎ সব বা সবার নামের পরিবর্তে এই পদ ব্যবহার হয় বলেই এদের নাম সর্বনাম(Pronoun)।
ক. সর্বনাম কাকে বলে?
সঙ্গা:— যে পদ বিশেষ্য(Noun) বা বিশেষ্যগুচ্ছ (noun-phrase) কিংবা বিশেষ্যস্থানীয় বাক্য বা বাক্যাংশ(Sentence) এর পরিবর্তে ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বা Pronoun বলে।
উদাহরণ:— সে, তুমি, আমি, আমরা, তোমরা, তারা, তাহারা, তিনি, যিনি, যাকে, তাকে, যারা, যাহাকে, তাহাকে, তার, যে, সে ইত্যাদি।
সর্বনামপদের শ্রেণিবিভাগ:—
১.ব্যাক্তি বা পুরুষবাচক ২.নির্দেশক বা নির্ণয়সূচক ৩.সাকুল্য বা সকলবাচক ৪.সাপেক্ষবাচক বা সমন্ধ সংযোগ বা সঙ্গতি বাচক ৫.প্রশ্নসূচক ৬.অনিশ্চয়তা বা অনির্দিষ্ট বাচক ৭.আত্মবাচক ৮.ব্যতিহারিক বা পারস্পারিক ৯.পরিমাণবাচক ১০. অন্যাদিবাচক ১১.সাপেক্ষ বা প্রতিনির্দেশকবাচক।
১. ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম পদ কাকে বলে?:— যে সর্বনাম(Pronoun) বাক্যের ব্যাকরণিক পক্ষ বা পুরুষ(person) নির্দেশ বা চিহ্নিত করে তাকে ব্যাক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম পদ বলে।
যেমন:—ক. একবচন:— আমি, আমার, আমাকে, তুমি, তোমার, তোমাকে, সে, তার, তাকে, তিনি, তাঁর, তাঁকে ইত্যাদি।
খ. বহুবচন:—আমরা, আমাদের, তোমরা, তোমাদের, তোরা, তোদের, আপনারা, আপনাদের ইত্যাদি।
২.নির্দেশক বা নির্ণয় সূচক সর্বনাম পদ কাকে বলে:—যে সর্বনাম পদ বক্তার কাছ থেকে কোন কিছুর নৈকট্য, দূরত্ব, নির্দেশ বা চিহ্নিত করে তাকে নির্দেশক বা নির্ণয়সূচক সর্বনাম পদ বলে।
যেমন:—ক. নিকট নির্দেশক সর্বনাম:—এ, এই, এরা, ইনি, ইহারা, এগুলি, এগুলো, এটি ইত্যাদি। (এ)
খ. দূর নির্দেশক সর্বনাম:—ঐ, ঐসব, ও, ওসব, ওরা, উনি, ওটা, ওগুলো, ওটি ইত্যাদি।(ও)
গ. অপ্রত্যক্ষ বা পূর্ববর্ণিত বস্তু নির্দেশক সর্বনাম:— সে, তা ইত্যাদি।
৩.সাকুল্য বা সকলবাচক সর্বনাম পদ কাকে বলে:—যে সর্বনাম পদ দ্বারা ব্যক্তি, বস্তু বা ভাবের সামগ্রিক সমষ্টি বোঝায় তাকে সাকুল্যবাচক বা সকলবাচক সর্বনাম পদ বলে।
যেমন:—সব, সকল, সমুদয়, তাবৎ( সমুদয় বা সকল), উভয়, সবাই ইত্যাদি।
৪.সাপেক্ষ বা সমন্ধ বা সংযোগ বা সঙ্গতি বাচক সর্বনাম কাকে বলে?:— যে সর্বনাম পদ দ্বারা দুটি বাক্য[Sentence] এর মধ্যে সংযোগ বা সমন্ধ ঘটায়, তাকে সংযোগ বাচক সর্বনাম বলে।
যেমন:—যে, যিনি, যা, যাহা, যাহাকে, যারা, যাহারা, কী ইত্যাদি।
আমি বলি “কী”, তুমি ওখানে যেও না ।। এ বাক্যে “কী” হলো সংযোগ বাচক সর্বনাম এখানে ব্যবহৃত [কী] দুটি বাক্যের মাঝে সংযোগ স্থাপন করেছে।
৫. প্রশ্নসূচক সর্বনাম কাকে বলে?:—প্রত্যক্ষ বা পরোক্ষ [Direct বা Indirect ] প্রশ্ন তৈরির জন্য যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম পদ বলা হয়।
যেমন:— ক. একবাচন:—কে, কারা, কাকে, কি, কী, কোন, কবে, কখন, কোথায়, কীজন্য, কীসের, কীসের জন্য ইত্যাদি।
খ. বহুবচন:—কারা, কাদের, কে কে, কী কী, কার কার, কোন কোন, কোনগুলো ইত্যাদি।
৬. অনিশ্চয়তা বা অনির্দিষ্টবাচক সর্বনাম কাকে বলে:— যে সর্বনাম পদ দ্বারা অনিশ্চয়তা বা অনির্দিষ্ট বা পরিচয়হীন কোন কিছুকে বুঝায় তাকে অনিশ্চিয়তা বা অনির্দিষ্টবাচক সর্বনাম পদ বলে।
যেমন:—কেউ, কেউ কেউ, কিছু, কিছু কিছু, কেহ, কোনো ইত্যাদি।
৭. আত্মবাচক সর্বনাম পদ কাকে বলে?:—যে সর্বনাম পদ দ্বারা কর্তা(subject) নিজেই কোন কাজ করছে এভাবটি বুঝানো হয় তাকে আত্মবাচক সর্বনাম পদ বলে।
যেমন:—নিজে, স্বয়ং, স্ব স্ব, আপনা, খোদ ইত্যাদি।
৮.ব্যাতিহার বা পারস্পারিক সর্বনাম পদ কাকে বলে?:—যে সর্বনাম পদ দ্বারা দু’পক্ষের সহযোগে বা পারস্পারিক নির্ভরতা বোঝাতে ব্যবহার করা হয় তাকে ব্যাতিহার বা পারস্পারিক সর্বনাম পদ বলে।
যেমন:—আপনি, আপনে, আপনা, আপনা আপনি, পরস্পর, নিজে নিজে, নিজেরা নিজেরা ইত্যাদি।
৯. পরিমাণবাচক সর্বনাম পদ কাকে বলে?:— যে সর্বনাম পদ দ্বারা কোন কিছুর পরিমাণ নির্ধারণ করা হয় তাকে পরিমাণ বাচক সর্বনাম পদ বলে।
যেমন:— যতো, ততো, কতো, এতো ইত্যাদি।
১০. অন্য বা অন্যাদিবাচক সর্বনাম পদ কাকে বলে?:—যে সর্বনাম পদ নিজে ছাড়া বা নিজ ভিন্ন অন্য কোন অনির্দিষ্ট ব্যক্তিকে বুঝায় তাকে অন্য বা অন্যাদি বাচক সর্বনাম পদ বলে।
যেমন:—অন্য, অন্যে, অপর, পর, অমুক, তমুক ইত্যাদি।
১১. সাপেক্ষ বা প্রতিনির্দেশক সর্বনাম পদ কাকে বলে?:—কখনো কখনো পরস্পর সম্পর্কযুক্ত একের অধিক সর্বনাম পদ একই সাথে ব্যবহার হয়ে দুটি বাক্য(sentence) এর মধ্যে সংযোগ বা সম্পর্ক সাধন বা তৈরি করে তাকে সাপেক্ষ বা প্রতিনির্দেশক সর্বনাম পদ বলা হয়।
যেমন:— যত–তত, যিনি–তিনি, যেই–সেই, যার–তার, যেমন–তেমন, যারা–তারা ইত্যাদি।
বাক্যে উদাহরণের মধ্যে তোমাদের আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি।
ক. “যত” চাও “তত” লও।
খ. “যত” গর্জে “তত” বর্ষে না।
গ. “যেই” কথা “সেই” কাজ।
ঘ. “যারা” এসেছিলো “তারা” বলে গেছে।
ঙ. “যেমন” কর্ম “তেমন” ফল।
চ. জোর “যার” মুল্লুক “তার”।
সর্মনাম পদের প্রয়োজনীয়তা কি??
১. সর্বনাম পদকে[Pronoun] কে বিশেষ্যের[Noun] এর পরিবর্তে ব্যবহার করা যায়।
২. সর্বনাম পদ[pronoun] দ্বারা পদের পুনরাবৃত্তি রোধ করা যায়।
যেমন:— সরস্বতী বাড়ি গিয়েছিলো। সে টেবিলে বসেছিলো এবং প্রসাদ খেয়েছিলো।
৩.সর্বনাম পদ[Pronoun] অনেক সময় বাক্য[Sentence] বা বাক্যের অংশের পরিবর্তেও ব্যবহার করা যায়।
যন:— যাকে তুমি চাও, সেই রাম এসেছে। এখানে “যাকে” বাক্যাংশের পরিবর্তে বসেছে।
৪.বিশেষণ [adjective] বা ক্রিয়া বিশেষণ[adverb] রূপেও সর্বনাম পদ ব্যবহার হতে পারে।
৫. অতিরিক্ত বিনয়, বিশেষ শ্রদ্ধা, সম্মান প্রদর্শন, ইত্যাদিতেও সর্বনাম পদ ব্যবহার হয় ভিন্নভাবে।
যেমন:— মহাশয়, খাদেম ইত্যাদি।
সর্বনাম পদের প্রয়োগের উদাহরণ কি?
যেমন:—“আমি” ঢাকয় যাব। “সে” পাগল হয়েছে। “যারা” গিয়েছে, “তারা” আসে নাই। “ওটা” কী? “ইনি” বড় সাহেব। “ঐ” দেখা যায় তালগাছ। “এরা” গাঁয়ের লোক। ”ওসব” কথা বিশ্বাস করিনা। “সব” কাজে বাধা দিও না। “সকলকে” ভালোবাস। “তিনি স্বয়ং” এসেছেন। “খোদ”(নিজে,স্বয়ং) মালিক এসেছেন। “নিজে” কাজ কর। “তুই” কি আমার সাথে যাবি? ”অন্য” বিষয়। “কেউ” কিছু বলে না। “সমুদয়”[সম্পূর্ণ] অর্থ এনেছি ইত্যাদি।
মনোযোগ সহাকারে কয়েক বার পড়লেই আয়ত্তে চলে আসবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারো অথবা কোন অধ্যায়ের সমস্যা থাকলে বলতে পারো সহজ করে বুঝানোর চেষ্টা করবো।।
ভালো থেকে সুস্থ থেকো।