সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য

সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য কি—
১. অর্থসংগতিযুক্ত বা অর্থের মিল আছে এমন একের অধিক পদের একপদে মিলিত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। আবার অন্যদিকে, পরস্পর সন্নিহিত বা নিকটে অবস্থিত এমন দুই বর্ণ(latter) বা ধ্বর্ণির মিলনকে সাধারণ সন্ধি বলে।
২. সমাস বাক্যকে সংক্ষিপ্ত করে। আবার অন্যদিকে, সন্ধি শব্দকে সংক্ষিপ্ত করে।
৩. সমাসের পদ গঠন নির্ভর করে ব্যাসবাক্যের উপর। আবার অন্যদিকে, সন্ধির প্রকার বর্ণের প্রকার অনুয়ায়ী নির্ণিত হয়।
৪. সমাসে সমস্যমান পদগুলোর মিলনে  তার অর্থের প্রতি লক্ষ্য রাখতে হয়। আবার অন্যদিকে, সন্ধির বেলায় বিভিন্ন বর্ণ বা ধ্বনির প্রতি লক্ষ্য রাখতে হয়।
৫. সমাসের উদাহরণ:— বিদ্যার জন্য যে আলয়= বিদ্যালয়,  বিপদের দ্বারা নির্মিত জাল= বিপজ্জাল।  আবার অন্যদিকে, সন্ধির উদাহরণ:

বিদ্যা+আলয়= বিদ্যালয়, বিপদ+জাল= বিপজ্জাল

আশাকরি তোমরা বুঝতে পারছো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top