নিত্য সমাস কাকে বলে??
সঙ্গা:—যে সমাসের সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য এক বা একের অধিক পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাস বলে অথবা যে সমাসের পদ গুলো সবসময় সমাসবদ্ধ থাকে, কোন ব্যাসবাক্য করার প্রয়োজন হয়না বা ব্যাসবাক্য হয় না তাকে নিত্য সমাস বলে।।
যেমন:—‘কাঁচকলা’র ব্যাসবাক্য যদি ‘কাঁচা এমন কলা’ করা হয় তাতে কাঁচা যে কোন কলাকেই বুঝাবে। কিন্তুু প্রকৃতপক্ষে ‘কাঁচকলা’ তা নয়। এটি বিশেষ এক ধরনের কলা, যা কাঁচা অবস্থায়ই খাওয়া হয়। সে রকম ‘কালান্তর’ এর ব্যাসবাক্য বা সমাসবাক্য বা বিগ্রহবাক্য ‘কালের অন্তর’ নয় বরং এটা হবে ’অন্য কাল’ এগুলোই নিত্য সমাস।
নিত্য শব্দের অর্থ হলো:—প্রত্যহ, অহরহ, প্রাত্যহিক, দৈনন্দিন, অনাদি, চিরস্থায়ী ইত্যাদি।
নিত্য সমাসের উদাহরণ:—
ক. অন্য মত= মতান্তর
খ. অন্য দেশ= দেশান্তর
গ. অন্য ভাষা= ভাষান্তর
ঘ. অন্য স্থান= স্থানান্তর
ঙ. অন্য গ্রাম= গ্রামান্তর
চ. অন্য যুগ= যুগান্তর
ছ. কেবল জল= জলমাত্র
জ. সমস্ত গ্রাম= গ্রামসুদ্ধ
ঝ. কেবল দর্শন= দর্শনমাত্র
ঞ. অনেক মানুষ= মানুষগুলো