নঞ তৎপুরুষ ও নঞ বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য

নঞ তৎপুরুষ ও নঞ বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য কি??
১. যে তৎপুরুষ সমাসের পূর্বপদ নঞ অব্যয় [ন, না, নয়] পদ থাকে তাকে নঞ তৎপুরুষ সমাস বলে। আবার অন্যদিকে, পূর্বপদে না-বাচক অব্যয় নিয়ে যে বহুব্রীহি সমাস হয় তাকে নঞ বহুব্রীহি সমাস বলে।।
২ নঞ তৎপুরুষ সমাসের অব্যয়ের প্রাধান্য থাকে। আবার অন্যদিকে, নঞ বহুব্রীহি সমাসের অন্য পদের প্রাধান্য থাকে।।
৩. নঞ তৎপুরুষ সমাসে স্বরবর্ণ পরে থাকলে ‘ন’ স্থানে [‘অন’ বা ‘ন’] হয় আর ব্যঞ্জনবর্ণ পরে থাকলে ‘ন’ স্থানে ‘অ’ হয়। আবার অন্যদিকে, নঞ বহুব্রীহি সমাসে [ন, না, বে, নি,] এ চারটি নঞর্থক অব্যয়পদ ব্যবহৃত হয়।
৪. নঞ তৎপুরুষে বস্তুর অস্তিত্ব একেবারে বিলীন হয় না। আবার অন্যদিকে, নঞ বহুব্রীহিতে কোনো বস্তুর অস্তিত্বহীনতাকেই বুঝায়।
৫. নঞ তৎপুরুষ এর উদাহরণ:—ন–(নয়) সুখ = অসুখ, ন–(নয়) অর্থ = অর্থ আবার অন্যদিকে, নঞ বহুব্রীহি এর উদাহরণ:— সীমা নেই যার= অসীম,
হায়া(লাজ) নেই যার = বেহায়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top