ভারি এবং ভারী’র মধ্যে পার্থক্য:
ভারি এবং ভারী দুটি শব্দ বা Word এর সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। কিন্তু ভারি এবং ভারী দুটি আলাদা আলাদা বানান এবং আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। দুটি বানানি শুদ্ধ কিন্তুুু আলাদা অর্থ বা Meaning প্রকাশ করে।
ভারি
ভারি= অত্যন্ত, অত্যধিক, দারুণ, অতিশয়,খুব এই সকল অর্থ প্রকাশ করে।
বাক্যে প্রয়োগ করা যাক ‘ভারি’ শব্দটিকে।
যেমন:-১. আমটি ভারি মিষ্টি
২. ছেলেটি ভারি দুষ্ট ।
৩. লোকটা তো ভারি বজ্জাত, মিথ্যে করে আমার নাম লাগিয়েছে!
৪. ভারি আশ্চর্য, তাকে তো পড়াশোনা করতে দেখিনি, অথচ পরীক্ষায় প্রথম হলো।
উপরের বাক্যে এখানে ‘ভারি’ হলো ক্রিয়া বিশেষণ বা Adverb। কারণ আমরা জানি, যে শব্দ বা Word (বিশেষণ বা Adjective), (ক্রিয়াবিশেষণ বা Adverb), (ক্রিয়া বা Verb), কে বিশেষিত বা modify করে তাকে Adverb বা ক্রিয়া বিশেষণ বলে। ভারি শব্দটি এখানে মিষ্টি এবং দুষ্ট বিশেষণকে বা Adjective কে বিশেষিত বা Modify করেছে তাই ‘ভারি’ ক্রিয়া বিশেষণ বা Adverb হিসেবে কাজ করছে।
ভারী
ভারী= গুরুভার, ওজনদার, দ্বায়িত্বপূর্ণ, ওজনবিশিষ্ট
এ সকল অর্থ বা Meaning প্রকাশ করে।
বাক্যে প্রয়োগ করা যাক ভারী শব্দটিকে।
যেমন:- ১ এতো ভারী জিনিস আমি বইতে পারবো না।
২. ঐ রকম তো চেহারা, অতো ভারী-ভারী জিনিস বহন করলে দু’দিনেই মরে যাবে।
৩.প্রথমেই এতো ভারী কাজ ওকে দিওনা অভিজ্ঞতা
আরেকটু হোক।
আশা করে বুঝতে পারছো। না পরলে কমেন্টে জানাবে। যে কোন প্রশ্ন থাকলে করতে পারো।