নঞ তৎপুরুষ সমাস কাকে বলে?

নঞ তৎপুরুষ সমাস

নঞ অর্থ হলো না বাচক। যে  তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) পূর্বপদের [নঞ-অব্যয়  (ন, না, নয়, নেই,নাই)] পদ থাকে তাকেই বা তাই নঞ তৎপুরুষ সমাস।
নঞ (ন, না, নয়, নাই, নেই) এর স্থলে বা পরিবর্তে  বা তার জায়গায় সমস্তপদে (অ, আ, অন, অনা, বে) এ সকল উপসর্গ ব্যবহার করা হয়।যেমন-
নয় বা ন অন্ত = অনন্ত
নয়/ন মিল = অমিল
নয়/ন সুখ = অসুখ
নয়/ন সরকারি = বেসরকারি
নয়/ন আচার = অনাচার
নয়/ন এক = অনেক
নয়/ন কাল = আকাল বা অকাল
নয়/ন ধোয়া = আধোয়া
নয়/ন মঞ্জুর = নামঞ্জুর
নয়/ন কেজো = অকোজো
নয়/ন জানা = অজানা
নয়/ন চেনা = অচেনা
নয়/ন আবাদি = অনাবাদি
নয়/ন বালক = নাবালক
নয়/ন লুনি = আলুনি
নয়/ন বিশ্বাস = অবিশ্বাস
নয়/ন লৌকিক = অলৌকিক
নয়/ন কেশা = অকেশা
নয়/ন সুর = অসুর।
নয়/ন মানুষ = অমানুষ
নয়/ন সঙ্গত = অসঙ্গত
নয়/ন ভদ্র = অভদ্র
নয়/ন গম্য = অগম্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *