তৃতীয়া তৎপুরুষ সমাস কাকে বলে?

তৃতীয়া তৎপুরুষ

তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্যের বা সমাসবাক্যের বা বিগ্রহবাক্যের) পূর্বপদের তৃতীয়া বিভক্তি [দ্বারা, দিয়া, কর্তৃক] লোপ পেয়ে বা হ্রাস হয়ে বা কমে যে (সমস্তপদ বা সমাসনিষ্পন্ন)পদ গঠিত বা তৈরী হয় তাকেই বা তাই তৃতীয়া তৎপুরুষ সমাস। উদাহরণ-
দা দিয়ে কাটা = দাকাটা
মধু দিয়ে মাখা = মধুমাখা
সর্প বা সাপ কর্তৃক দংশিত = সর্পদংশিত
এক দ্বারা উন = একোন
ঢেঁকি দ্বারা ছাটা = ঢেঁকিছাটা
শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ
তেল দ্বারা ভাজা = তেলভাজা
পাঁচ দ্বারা কম = পাঁচকম
[উন, হীন, শূন্য ] প্রভৃতি শব্দ (ব্যাসবাক্যে বা সমাসবাক্য বা বিগ্রহবাক্যের) পরপদ বা উত্তরপদে থাকলে তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন-
পাঁচ দ্বারা কম = পাঁচকম
এক দ্বারা উন = একোন
জ্ঞান দ্বারা শূন্য = জ্ঞানশূন্য
উপকরণ বাচক বিশেষ্য বা Noun পদ যদি ব্যাসবাক্যের পূর্বপদে থাকে তাহলেও তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন-
স্বর্ণ দ্বারা মণ্ডিত = স্বর্ণমণ্ডিত
হীরক দ্বারা খচিত = হীরকখচিত
চন্দন দ্বারা চর্চিত = চন্দনচর্চিত
রত্ম দ্বারা শোভিত = রত্মশোভিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *