চতুর্থী বিভক্তি
যে তৎপুরুষ সমাসের (ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাসবাক্য)এর পূর্বপদের চতুর্থী বিভক্তি [কে, রে (এরে), জন্য, নিমিত্ত] লোপ পেয়ে বা হ্রাস পেয়ে বা বিলুপ্ত হয়ে যে সমাস গঠিত হয় তাকেই চতুর্থী বিভক্তি বলে। উদাহরণ-
ডাকের জন্য মাশুল = ডাকমাশুল
মেয়েদের জন্য স্কুল = মেয়েস্কুল
হজ্বের জন্য যাত্রা = হজ্বযাত্রা
বসতের নিমিত্তে বাড়ি = বসতবাড়ি
বিয়ের নিমিত্তে পাগলা = বিয়েপাগলা
গুরুকে ভক্তি = গুরুভক্তি
দেবকে দত্ত = দেবদত্ত
ছাত্রের জন্য আবাস = ছাত্রাবাস
মাপের জন্য কাঠি = মাপকাঠি
চোষের জন্য কাগজ = চোষকাগজ
মালের জন্য গুদাম = মালগুদাম
পাগলের জন্য গারদ = পাগলাগারদ