ক্রিয়াপদ কাকে বলে বা Verb কাকে বলে
আমারা যা করি বা যেই কাজটা করি তাই ক্রিয়া বা Verb।
- দেখার কাজ করি
- শুনার কাজ করি
- খাওয়ার কাজ করি
- যাওয়ার কাজ করি
- শ্রিপ্রা রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস পড়ছে।
- মনীষা টিভি দেখছে।
ক্রিয়াপদের প্রকারভে দ
ক্রিয়া নানা মূলত ৩ ধরনের হয়ে থাকে। যথা-
[১] অর্থের দিক থেকে বা অর্থ প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ
[ক] সমাপিকা ক্রিয়া বা Finite Verb
এটা হচ্ছে এমন একটি ক্রিয়া যার দ্বারা বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ পায় তাই সমাপিকা ক্রিয়া। যেমন:
- কেয়া হাসচ্ছে।
- চিত্রলেখা কাঁদছে।
- ছেলেরা ফুটবল খেলছিল।
- মেয়েরা গান গাইতেছে।
- সে গাছ থেকে পড়ে গেল।
- শিখা ফুল তুলছে।
- পুতুল ‘শ্রীকান্ত’ উপন্যাস পড়ছে।
[খ] অসমাপিকা ক্রিয়াপদ বা None finite Verb
- মিতু গাছ থেকে পড়ে,
- সকালে সূর্য উঠলে,
- জন্মিলে মরিতে
- আমার যাওয়া
- অনুপম ভাত খেয়ে
[২] কর্মের দিক থেকে বা বাক্যে কর্মপদ সংক্রান্ত ভূমিকা অনুসারে ক্রিয়াপদ
যে কোন একটি বাক্যে, ক্রিয়া বা verb যেই [বিষয় বা বস্তুটা] নিয়া কাজটি করে বা সম্পন্ন হয়। সেই বিষয় বা বস্তুটাকে বলা হয় কর্ম। ক্রিয়াকে [কি বা কাকে ] দ্বারা প্রশ্ন করলেই কর্মটি বা Object পেয়ে যাবো। যেমন-
- কৃষ্ণ বাঁশি বাজাইতাছে। কি বাজাইতাছে ? উত্তর হলো [বাঁশি] বাজাইতাছে।
- রহমান মনীষাকে গান শুনাচ্ছে। কাকে শুনাচ্ছে ? উত্তর হলো [মনীষাকে] শুনাচ্ছে।
[ ১] সর্কমক ক্রিয়া
একটি বাক্যে যদি কর্ম বা Object থাকে বা ক্রিয়া কর্ম বহন করে তবে তাকে সকর্মক বা কর্ম সহাকারে ক্রিয়া বলে। যেমন:
- অঞ্জলি কবিতা লিখছে
- চালক গাড়ি চালাইতাছে
[২] অকর্মক ক্রিয়া
- পুতুল হাসছে
- কাজল যাচ্ছে
- সে পড়ছে
- ময়না নাচছে
এককর্মক ক্রিয়া
- পুতুল আম খায়।
- শিখা উপন্যাস পড়ে।
- কেয়া চিঠি লিখছে।
দ্বিকর্মক ক্রিয়া
- ভগবতী ভোলানাথকে গাঁজা খাওয়াচ্ছেন।
- রাধা কৃষ্ণকে গান শুনাচ্ছে।
- শ্রিপা সুবলকে নাচ দেখাচ্ছিলো।
- রাবণ সীতাকে চিঠি লিখছে।
- নাঈম ভাই আমাকে একটি বই উপহার দিয়েছেন।
প্রযোজক ক্রিয়া
যে ক্রিয়াকে অন্যের দ্বারা পরিচালনা করা হয় বা অন্যের দ্বারা প্রযোজিত হয় তাকেই প্রযোজক ক্রিয়া বলে বা যে ক্রিয়া একজনের প্রযোজনায় বা পরিচালনায় অপরজনের দ্বারা পরিচালিত হয় তাই প্রযোজক ক্রিয়া। যেমন:- মা সন্তানকে চাঁদ দেখাচ্ছে। শিক্ষক ছাত্রকে বাংলা পড়াচ্ছে। বাবা বিনোদকে সাইকেল চালানো শিখাচ্ছে। সুমি আমাকে রান্না শেখাচ্ছেন।
সমধাতুজ কর্ম : সমধাতুজ কর্ম বলতে ধাতুর সমান কর্ম বা ধাতু থেকে উৎপন্ন হয়েছে এমন কর্ম বা Object কে বুঝায়। বা ক্রিয়া বা কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্মটিকে সমাধাতুজ কর্ম বলে।। যেমন:- আর কতো খেলা খেলবে। শ্রাবণ এক ঘুম ঘুমিয়ে নিলো। এমন সুখের মরণ কে মরতে পারে। শিশুটি এমন কান্না কাঁদছে যে সামলানো দায়। শিপু এতো হাসি হাসছো কেন। উপরের প্রথম বাক্যে ক্রিয়া পদটি খেলবে এবং কর্ম হলো খেলা সুতরাং খেলবে ক্রিয়া এবং খেলা কর্মটি [√খেল] ধাতু বা ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে। তাই বাক্যের [খেলা] কর্মটিই বা Object টিই হলে সমধাতুজ কর্ম।। এই খেলা কর্ম বা Object টি অকর্মক ক্রিয়াকে সকর্মক ক্রিয়ায় রূপান্তর করেছে।।
সমধাতুজ কর্মের উদাহরণ :- উপরের বাক্যে [খেলা, ঘুম, মরণ, কান্না, হাসি] এগুলো হলে সমধাতুজ কর্ম।।
[৩] ক্রিয়ার গঠন বৈশিষ্ট্য অনুসারে
সাধারণত গঠন বা Structure অনুসারে ক্রিয়া ২ প্রকার। যখা :
[ক…] যৌগিক ক্রিয়া। [খ…] সংযোগ মূলক বা মিশ্র ক্রিয়া।
[ক..]যৌগিক ক্রিয়া
যৌগিক ক্রিয়া এমন একটি ক্রিয়া যা [একটি অসমাপিকা ক্রিয়া বা Non-Finite Verb] এবং [একটি সমাপিকা ক্রিয়া Finite Verb] মিলে একটি ক্রিয়ার কাজ করে বা একটি ক্রিয়া গঠন করে তাই বা তাকেই যৌগিক ক্রিয়া বলে। যেমন-
- এখন খাওয়া যেতে পারে।
- সীতা হরণ সংবাদটি ছড়িয়ে পড়লো
- কৃষ্ণকে দেখে রাধা গান গাইতে লাগলো।
- এদিকে চেয়ে দেখো।
- সুবলকে দেখে পুতুল হেসে ফেললো।
- রামকে দেখে সীতা কেঁদে ফেললো।
- শিখা তোমাকে ভুলে গিয়েছি। উপরের বাক্যের সকল ক্রিয়াই যৌগিক ক্রিয়া।
অসমাপিকা+সমাপিকা= যৌগিক ক্রিয়া।
অসমাপিকা ক্রিয়াপদ বা Non-Finite Verb হলো : [যেতে, ছড়িয়ে, গাইতে, চেয়ে, হেসে, কেঁদে, ভুলে]
সমাপিকা ক্রিয়াপদ বা Finite Verb হলো : [পারে পড়ল, লাগলো, দেখো, ফেললো, ফেললো, গিয়েছি]
সুতরাং যৌগিক ক্রিয়াপদ গুলো হলো : [যেতে পারে, ছড়িয়ে পড়ল, গাইতে লাগলো, চেয়ে দেখো, হেসে ফেললো, ভুলে গিয়েছি]
আমরা কথা বলার সময় বাক্যে প্রতিদিনই যৌগিক ক্রিয়ার ব্যবহার করি।
[খ..]সংযোগমূলক বা মিশ্র ক্রিয়াপদ
বিশেষ্য বা Nounবিশেষণ বা Adjective ধ্বন্যাত্মক অব্যয় শব্দ যুগেে শব্দযোগে বা এগুলোর সাথে মিলে যে ক্রিয়া হয় তাকে সংযোগমূলক ক্রিয়া বা মিশ্র ক্রিয়া বলে। বা যে ক্রিয়া বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্ম অব্যয় শব্দযোগে গঠিত হয় তাকেই সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া বলে।।
বিশেষ্য বা Noun+ক্রিয়া = [আবৃত্তি+করা, উপকার+করা, প্রশ্ন করা, ভয় করা, লজ্জা করা, শাসন করা ]
বিশেষণ বা Adjective+ক্রিয়া = [ বড়+হওয়া, ছোট+হওয়া, প্রীত হওয়া, ভাল হওয়া, বিনয়ী হওয়া, সুখী হওয়া ]
অব্যয় +ক্রিয়া = [ঝমঝম+ করা, খাঁ খাঁ+করা, টনটন করা, ভনভন করা, মরমর করা] ইত্যাদি এই সকল ক্রিয়াকেই সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া।।

ক্রিয়াপদ কাকে বলে সংক্ষিপ্ত
Pingback: সমাস কাকে বলে? কত প্রকার ও কি কি? - Bangla Grammar Hub