অলুক বা অলুপ তৎপুরুষ সমাস কাকে বলে?

অলুক বা অলুপ তৎপুরুষ সমাস

যে সমাসের বিভক্তি লোপ পা না বা হ্রাস হয় না তাকেই অলুক তৎপুরুষ সমাস বলে। উদাহরণ-
ঘেড়ার ডিম = ঘোড়ার ডিম
তেলে ভাজা = তেলেভাজা
কলুর বলদ = কলুরবলদ
ঘোড়ার ডিম = ঘোড়ারডিম
হাতের পাচ = হাতেরপাচ
মামার বাড়ি = মামারবাড়ি
সাপের পা = সাপেরপা
হাতে বোনা = হাতেবোনা
মনের মানুষ = মনেরমানুষ
কলের গান = কলেরগান
ভ্রাতার পুত্র = ভ্রাতুষ্পুত্র [ নিপাতনে সিদ্ধ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *