অলুক বা অলুপ শব্দের অর্থ হলো যা লুপ পায় না। অলুক দ্বন্ধ সমাসে বিভক্তি লুপ পায় না বা হ্রাস হয় না। বিভক্তি সরাসরি সমস্তপদে যোক্ত হয়। যে দ্বন্ধ সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক বা অলুক দ্বন্ধ সমাস বলে।। যেমন- দুধে-ভাতে, জলে-স্থলে, দেশে- বিদেশে, হাতে-কলমে ইত্যাদি।
[ বিভক্তি ]
বাংলা ভাষার শব্দগুলো বাক্যে ব্যবহার করার জন্য শব্দের সাথে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকেই বিভক্তি বলে। অথবা বিভক্তি শব্দকে পদে রূপান্তর করে বাক্যে ব্যবহারের জন্য। যেমন-
অ, কে, রে, র, এর, এ, য়, তে
মাসুমকে বাজারে যেতে হবে
মাসুম+ কে বিভক্তি
বাজার + এ বিভক্তি
যেত+ এ বিভক্তি
হব+ এ বিভক্তি।
এ গুলোই বিভক্তি।।